এক কিংবদন্তির জন্ম হলো
বঙ্গপো সাগরের পাড়ে,
ভোলা জেলার দৌলতখানে-
দক্ষিন জয়নগরে,
মা-আফরুজা আর বাবা
দাইমুদ্দিনের ঘরে,
সাংবাদিক আবুল কালাম,
জানায় সাধারণ মানুষকে
সালাম।
নদী ভাংঙ্গা দৌলতখানে
সাধারণ মানুষের তরে,
সময়ে সাথে সত্যের পথে খবর
পেলে-ই ছুটে যান সাধারণ
মানুষের ঘরে।
সবাইর কিসে ভালো হবে
ভাবেন দিবা নিশি মনে,
ঘুমের ঘোরেও চমকে
উঠেন জাগেন ক্ষনে ক্ষনে।
সাংবাদিক আবুল কালাম
ভাইয়ের একটাই শুধু ভয়,
নদীর পাড়ের মানুষ গুলোর
আবার কখন যেনো কি হয়।
তিনি ভাবেনি কখনো
হিন্দু কি বা মুসলমান
তার ভালোবাসার অন্তঃ
চোখে সকলে-ই সমান।
Leave a Reply