ঢাকা : সিডনিনিউজ এর সম্পাদক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন IDF এর এস ডি সুস্মিতা স্রাবন্য দায়িত্ব পেয়েছেন। আজ মঙ্গলবার হাসনা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সিডনিনিউজ এর প্রকাশক ও সম্পাদকের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
এর আগে পত্রিকার সম্পাদক আব্দুর রহিম হাওলাদার ব্যক্তিগত কারনে দায়িত্ব থেকে অব্যাহতি গ্রহণ করেন। সংবাদপত্রটির জন্মলগ্ন থেকে সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।
অস্ট্রেলিয়া থেকে বাংলাভাষায় প্রকাশিত সিডনিনিউজ টুয়েন্টিফোরে সুস্মিতা স্রাবন্য গত বছরের ১৫ নভেম্বর সংবাদপত্রটির বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পান। এর আগে সংবাদপত্রটির শুরু থেকেই এর সহকারী বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।
I read your article carefully, it helped me a lot, I hope to see more related articles in the future. thanks for sharing.