বোরহানউদ্দিন প্রতিনিধি॥ মুজিব শতবর্ষ কে স্মরণ করে রাখতে ভোলা বোরহানউদ্দিন পৌর সভার বিভিন্ন উন্নয়ম প্রকল্প কাজের উদ্বোধন করা হয়। মঙ্গলবার রাত ৮টায় পৌর ভবন এলাকায় এসকল কাজের উদ্বোধন করেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি।
পৌরভবন এর উর্ধ্বমূখী সম্প্রসারণ, গেইন নির্মান প্রকল্প ও ডাইবেশন চত্বরে বিজয় ফোয়ারা সহ প্রায় ২ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে এসকল উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে এমপি মুকুল বলেন, আ’লীগ সরকার উন্নয়নে বিশ্বাসী। যখনই আ’লীগ ক্ষমতায় থাকে এদেশে অনেক দূর এগিয়ে যায়। জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দুর্বার গতিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তিনি আরোও বলেন, আ’লীগ সরকারের এসকল উন্নয়নের চিত্র আপনারা গ্রাম-গঞ্জে মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে।
এসময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহি অফিসার (ভারপ্রাপ্ত) মো. বশির গাজী, পৌর মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম, উপজেলা আ’লীগ সভাপতি মো. জসিম উদ্দিন হায়দার, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব রাসেল আহমেদ মিয়া, বোরহানউদ্দিন থানা অফিসার ইন-চার্জ ম. এনামুল হক, পৌর সচিব প্রনয় কুমার প্রমূখ।
Leave a Reply