নিজস্ব প্রতিবেদকঃরাজশাহীর পুঠিয়ায় বিপুল পরিমান ফেন্সিডিলসহ ৩ শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫ এর সদস্যরা। মঙ্গলবার গভীর রাতে পুঠিয়া বাসষ্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালিত হয় বলে র্যাব-৫, কোম্পানী অধিনায়ক অতিঃ পুলিশ সুপার এ.টি.এম. মাইনুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল ১৭ মার্চ ২০২০ তারিখ রাত্রি ২২.৪৫ ঘটিকায় মাদক ব্যবসায়ী ওমর ফারুক (৩০), পিতা-শিষ মাহমুদ রাজু মিয়া (২৩), পিতা-মোঃ ফারুক হোসেন, উভয় সাং-আজগবী শাহলাল (৩২), পিতা-মোঃ হুমায়ুন আলী, সাং-শিবনগর, সর্ব থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে আটক করে সেসময় তাদের কাছ থেকে ৩০২ বোতল ফেন্সিডিল ৩ টি মোবাইল ফোন ৬ টি সীমকার্ড ১ টি মেমোরীকার্ড, ট্রাক ভর্তি পেঁয়াজ, ১ টি ট্রাক) ০১ টি চালান ফরম,নগদ ৪৫০০/-টাকা ০১ টি ড্রাইভিং লাইসেন্সসহ আটক করা হয়।
পুঠিয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply