জোবাইর বিন জিহাদী,চট্টগ্রাম::- করোনা ভাইরাস সচেতনতার লক্ষ্যে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজের নেতৃত্বে কলেজ প্যারেড মাঠ ও জিরো পয়েন্ট জনশূন্য।
১৯ মার্চ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উদ্দ্যোগ উপলক্ষ্যে প্যারেড মাঠ ও জিরো পয়েন্ট জনশূন্য রাখা হয়।
সম্প্রতি সারাবিশ্বে আতঙ্ক সৃষ্টি করা করোনা ভাইরাস থেকে সচেতনার জন্য চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজের নেতৃত্বে পুলিশ প্রশাসনের সহযোগিতায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম কলেজ প্যারেড মাঠ ও জিরো পয়েন্ট জনশূন্য রাখা হয়।এই বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে আলাপকালে কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজ বলেন, যে করোনা ভাইরাস সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে,তা প্যারেড মাঠে খেলাধুলা ও জনসাধারণের নিয়মিত অবস্থান ও ঘুরাফেরার মধ্য দিয়ে মানুষের শরীলে প্রবেশের সম্ভাবনা রয়েছে।তাই করোনা ভাইরাস থেকে বাঁচাতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম কলেজ প্যারেড মাঠ ও জিরো পয়েন্ট জনশূন্য রাখি।এবং যাতে সাধারণ জনগণ প্রবেশ করতে না পারে কলেজ গেইটও বন্ধ রাখা হয়।
তিনি আরো বলেন,প্যারেড কর্ণার এর পাশ দিয়ে নিয়মিত অসংখ্য মানুষ বাসে চলাফেরা করছে।তাদের জন্যও যেন প্যারেড ও জিরো পয়েন্টের এই দৃশ্য করোনা সচেতনার সৃষ্টি করে তাই আমার এই উদ্দ্যোগ।
Leave a Reply