নিজেস্ব প্রতিবেদকঃ-রাজশাহীর পুঠিয়ায় হোম কোয়ারাইন্টাইনে না থাকায় একজনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার দুপুরে বিদেশ ফেরত মামুনুর রশিদ (২৩) নামের এক যুবক খোলামেলা ঘোরাফেরা করায় ভ্রম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওলিউজ্জামান।
দন্ড প্রাপ্ত মামুনুর রশিদ উপজেলার সদর ইউনিয়নের কান্দ্রা গ্রামের বাসিন্দা। সে সম্প্রতি দুবাই থেকে শ্রীলঙ্কাা হয়ে বাংলাদেশে এসেছে। সরকারী নিদের্শনা অনুযায়ী তার ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার কথা থাকলে সে খোলামেলা ভাবে ঘোরাফেরা করছিল।
এ কারণে ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাকে ৫ হাজার টাকা জরিমানা প্রদান করে। ভ্রাম্যমান আদালত পরিচালনার সহযোগিতা করেন, পুঠিয়া পৌরসভার মেয়র রবিউল ইসলাম রবি, পুঠিয়া থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও সংশিষ্ট এলাকার জনপ্রতিনিধি।
Leave a Reply