নিজেস্ব প্রতিবেদকঃ রাজশাহী থেকেসারা দেশের দূরপাল্লার যাত্রীবাহী বাস বন্ধের ঘোষণা দেয়া হয়েছে।
করোনা ভাইরাস ঠেকাতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী জেলা বাস মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মতিউল হক টিটো ও জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী। তবে রাজশাহী বিভাগের আন্তঃজেলা রুটের বাসগুলোর চলাচল স্বাভাবিক আছে।
গত বৃহস্পতিবার দুপুর থেকে দূরপাল্লার বাস বন্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত রাজশাহী থেকে ঢাকা, বরিশাল, সিলেট, চট্টগ্রামসহ বিভিন্ন রুটের বাস চলাচল বন্ধ থাকবে। তবে রাজশাহী বিভাগের জেলাগুলোর মধ্যকার বাস চলাচল করছে। পরবর্তীতে সরকারের কোন সিদ্ধান্ত আসলে তা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক মতিউল হক টিটো। ঢাকা-রাজশাহী রুটের কোন বাস নেই। কাউন্টারগুলো বন্ধ করে রাখা হয়েছে। যারা অগ্রিম টিকেট নিয়েছিলেন তাদের টিকেটের মূল্য ফিরিয়ে দেয়া হচ্ছে। বিকাল চারটায় দেখা গেছে রাজশাহী থেকে বগুড়া, জয়পুরহাট, পাবনাসহ রাজশাহী বিভাগের আন্তঃজেলা বাসগুলো সাভাবিক ভাবেই চলাচল করছে।
Leave a Reply