মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি মানবিক আবেদন মেহেরবানী করে এবার আল্লামা সাঈদীর মুক্তি দিন
বর্তমানের করোনা নামক বিপর্যয়ের কারনে সরকার খালেদা জিয়ার মুক্তির সিদ্ধান্ত নিয়েছে। তার সাজা ৬ মাসের জন্য স্থগিত করেছে। সাধুবাদ জানাই সরকার বাহাদুরের এই সিদ্ধান্তকে।
এবার মেহেরবানী করে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির ব্যবস্থা করে দিন। তিনি গত ১০ বছর যাবত কারাগারে আছেন। তার বয়স এখন ৮১ বছর। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত। তার হার্টে ৫টি রিং বসানো আছে। তিনি গত ৩৯ বছর যাবত ডায়াবেটিস পেশেন্ট।
মেহেরবানী করে তার সাজাটাও না হয় করোনা বিপর্যয় না কাটা পর্যন্ত স্থগিত করুন। তারপর না হয় আবার কারাগারে নিয়ে যাবেন।
পিতৃস্নেহ বঞ্চিত অসহায় এক সন্তান
Masood Sayedee – মাসুদ সাঈদী
Leave a Reply