নিজস্ব প্রতিবেদক :খাদ্যে কোন রকম অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুসিয়ারী দিলেন মেয়র লিটন। রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় রিকশা চালক, অটোরিকশা চালক, দিনমুজুর, শ্রমিকসহ লক্ষাধিক নিম্নআয়ের মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন সিটি মেয়র খারুজ্জামান লিটন।এ সময় তিনি বলেন, ‘সরকারি ও সমাজের বিত্তবানদের সহযোগিতায় পর্যায়ক্রমে ১লক্ষ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হবে।
গতকাল বিকেলে করোনা ভাইরাস সতর্কতায় কর্মহীন নগরীর ৩হাজার ৭০০ পরিবারের মাঝে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু ও একটি সাবান প্যাকেট করে থানা এবং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দের হাতে তুলে দেয়া হয়। সেসময় মেয়র বলেন, অসহায়দের মাঝে এসব খাদ্য বিতরণে কোনো অনিয়ময়ের অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
মেয়র আরো বলেন, ইতোমধ্যে ২০ হাজার পরিবারের মাঝে চাল-ডাল বিতরণ করা হয়েছে। এখন চাল ও ডালের সাথে আলু ও সাবান যোগ হয়েছে। রাজশাহীর মানুষকে নিরাপদ রাখতে আমরা নিরলসভাবে কাজ করছি। এ সংকটময় পরিস্থিতিতে নগরবাসীর পাশে আমরা সব সময় আছি। আগামী ১লা এপ্রিল থেকে রাজশাহীতে করোনা রোগী শনাক্তে পরীক্ষা শুরু হচ্ছে বলেও জানান তিনি।
Leave a Reply