মোহাম্মদ জোবাইর বিন জিহাদী চট্টগ্রাম : আ-কার ই-কার চলচ্চিত্র এবং অনল মিডিয়া ভিশন এর যৌথ প্রযোজনায় চট্টগ্রাম থেকে নির্মিত হলো টেলিফিল্ম “অতঃপর দুজন”।
নুর আলম সরকারের লিখা গল্পে চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আশরাফুল করিম সৌরভ। টেলিফিল্ম “অতঃপর দু’জন “একটি রোমান্টিক ধাঁচের গল্প হলেও এর মধ্যদিয়ে অবহেলিত হিজরা সম্প্রদায় এবং সামাজে কিছু অসংগতি তুলে ধরার চেষ্টা কারা হয়েছে।
এতে বিভিন্ন চরিত্রে আভিনয় করেছেন আভিনেতা শাহিনুর সরোয়ার, ঋতুপর্ণা সেন গুপ্তা,মোশারফ ভূঁইয়া পলাশ,ফারজানা ফারজু, নজরুল ইসলাম তুহিন, আব্দুল মান্নান, অলিউর রহমান, শহিদ খান আফ্রিদী, এস এইচ শাকিব, পারভেজ চৌধুরী, প্রান্ত শর্মা, তানজিনা লুনা, নিরব খাঁন, রাজিয়া রত্না,এমরান এবং আশরাফুল করিম সৌরভ।
Leave a Reply