নিজস্ব প্রতিবেদকঃ- কুমিল্লা মহানগরীতে ত্রাণ বিতরণ করে ‘হাসি’ (একটি সামাজিক সংগঠন)। রবিবার (৫ এপ্রিল) নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বৃদ্ধ রিকশাচালকদের মাঝে ত্রান বিতরণ করেন সংশ্লিষ্টরা। এছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার মাঝেও ত্রান বিতরণ করা হয়।
কোভিড-১৯ সংক্রমণের কারণে এদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় সংগঠনটি।
সামাজিক দূরত্বের কথা মাথায় রেখে সংগঠনের প্রতিষ্ঠাতা আল আমিন শাওন মৈশান মাত্র চার জনের একটি ইউনিট গঠন করে সম্পূর্ণ কার্যক্রম সম্পন্ন করেন। তিনি বলেন, “প্রাথমিকভাবে বিতরণ কাজ সম্পন্ন হলেও আমাদের কাজ শেষ হয় নি। ব্যক্তিগতভাবে খোঁজ খবর নিয়ে অসচ্ছল প্রতিবেশীরা যেন অনাহারে না থাকে সে খেয়াল রাখবে ভলেন্টিয়াররা। আশা করি সবাই সাহায্য করবে।”
এর আগে এই সংকট মোকাবেলায় কুমিল্লায় হ্যান্ড স্যানিটাইজার বিতরণ ও করোনা ভাইরাস নিয়ে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি।
এছাড়াও হোম কোয়ারেইন্টানে সাধারণ মানুষকে উৎসাহিত করতে “মুমেন্টস অব কোয়ারেইন্টান” নামে অনলাইনভিত্তিক ব্যতিক্রমী আয়োজনও করে হাসি সংগঠন।
Leave a Reply