নিজেস্ব প্রতিবেদকঃ সারা দেশ করোনা ভাইরাস আতঙ্ক। এতে করে সবচেয়ে অসহায় হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষ। করোনা মোকাবেলায় জনসমাগম এড়াতে কর্মহীন হয়ে পড়েছে দিনমজুর, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ।
চক্ষু লজ্জার কারণে অনেকে কারো কাছে হাত পাততে পারছেনা। এসব কর্মহীন মানুষের ঘরে ঘরে খাদ্য সমগ্রী পৌছে দেওয়ার লক্ষে এগিয়ে এসেছে পুঠিয়া পৌরসভার মেয়র ও তার কর্মকর্তা কর্মচারীগণ। সোমবার বিকাল সাড়ে চারটায় পুঠিয়া পৌরসভা চত্বরে খাদ্য সমগ্রী পৌছে দেওয়ার লক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জামান, পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু, পুঠিয়া সহকারী কমিশনার (ভূমি) রুমানা আফরোজ, পুঠিয়া পৌরসভার মেয়র রবিউল ইসলাম রবি, পুঠিয়া থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম, পুঠিয়া পৌরসভার সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম পুঠিয়া পৌরসভার কমিশনারগণসহ পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে পুঠিয়া পৌরসভার কয়েক অসহায় দরিদ্র কর্মহীন মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। পরে পুঠিয়া পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ১৮০০ জন দরিদ্র অসহায় মানুষের ঘরে ঘরে খাদ্য সমাগ্রী পৌছে দেওয়া হয়।
Leave a Reply