নিজেস্ব প্রতিবেদকঃ রাজশাহীর পুঠিয়ার চকপলাশী গ্রামে আগুনে পুড়ে ৩টি ঘর ভস্মীভূত হয়েছে। সোমবার দুপুর আড়াইটার সময় উপজেলার ভালুকগাছী ইউনিয়নের চকপলাশী গ্রামে তিনটি পরিবারের এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্থের শিকার চকপলাশী গ্রামের আকবর আলীর দুই ছেলে ইউসুফ আলী ও জিল্লুর রহমান ও তার প্রতিবেশী আজিম উদ্দিনের ছেলে শামিম হোসেন। এলাকাবাসী সূত্রে জানাগেছে, সোমবার দুপুরের রান্নাবান্না শেষে হঠাৎ রান্না ঘর থেকে আগুনের সুত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে তাদের শয়ন কক্ষে আগুন লাগে।
ঘর গুলি টিনের বেড়া ও টিনে চালা হওয়ায় আগুন দ্রুত অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে। এসময় পুঠিয়া ফায়ার সর্ভিস অফিসের খবর দিলে ফায়ার সর্ভিসের কর্মিরা আশার আগে তাদের ঘরের থাকা আসবাব পত্র পরিধানের জামাকাপর ও দুই ছাগল পুড়ে ভষিভুত হয়।
পরে ফাসার্ভিসের কর্মিরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে তাদের প্রায় তিন লক্ষ বিশ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ারসার্ভিস অফিস সূত্রে জানাগেছে।
Leave a Reply