জোবাইর বিন জিহাদী,চট্টগ্রাম::- চট্টগ্রামের সাতকানিয়াস্থ কাঞ্চনায় ২য় দফায় ৫০০ পরিবারে ত্রাণ সামগ্রী দিলেন মরহুম এজহার মিয়া ফাউন্ডেশনের উত্তরসূরী প্রবাসী শাহাদাৎ হোসেন।
প্রবাসী শাহাদাৎ হোসেনের অর্থায়নে মরহুম এজহার মিয়া ফাউন্ডেশন কর্তৃক খাদ্য বিতরণ কর্মসূচিতে সাইফুল ইসলামের তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন কাঞ্চনা ইউনিয়ন চেয়ারম্যান রমজান আলী, মরহুম এজহার মিয়া ফাউন্ডেশনের উপদেষ্টা ডাঃ সরওয়ার জামাল,মাওঃ ওবায়দুল হক,শহীদুল্লাহ,মাস্টার আবুল কালাম,মাষ্টার নাজিম উদ্দীন,মাস্টার জামাল উদ্দিন,ইউপি সদস্য কামরুজ্জামান,হিরু,সমাজ সেবক মারুফ,নোমান মোহাম্মাদ হানিফ, ওসমান গণী,মোহাম্মদ ইলিয়াছ, নাছির উদ্দিন,মনিরুল হক প্রমুখ।
প্রবাসী শাহাদাৎ হোসেন বলেন,কাঞ্চনাবাসীর এমন দুঃসময়ে তাদের পাশে থাকতে চাই।
প্রতিটি দুঃসময়ে কাঞ্চনাবাসীর পাশে ছিলাম আছি আগামীতেও থাকব ইনশাআল্লাহ।
ফাউন্ডেশনের অন্যতম পরিচালক সাইফুল ইসলাম বলেন, আমরা করোনা সচেতনার জন্য জনসমাগম না করে মানুষের দুয়ারে দুয়ারে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছি।আমরা চাই আমাদের ন্যায় সমাজের বিত্তবান শ্রেণি এগিয়ে আসুক।
করোনা ভাইরাসের ফলে দিনমজুর অসহায় দরিদ্র পরিবার গুলোতে অর্থের অভাবে খাদ্য সংকটের সৃষ্টি হয়।
তাদের এই খাদ্যের সংকট দূর করার লক্ষ্যে মরহুম এজহার মিয়া ফাউন্ডেশন কর্তৃক পর্যায়ক্রমে খাদ্য বিতরণ কর্মসূচি পালন করে যাচ্ছে প্রবাসী শাহাদাৎ হোসেন।
উল্লেখ্য ১ম দফার পর ২য় দফায় সমগ্র কাঞ্চনা ইউনিয়নে ২য় দফায় প্রায় ৫০০ অসহায় পরিবারে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।এবং সংকটময় মুহূর্ত কাটিয়ে না উঠা পর্যন্ত সামনে আরো বিতরণ করা হবে বলেও জানা যায়
Leave a Reply