সিডনিনিউজ ডেস্কঃ- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে নৃশংসভাবে হত্যা মামলার
অন্যতম পলাতক আসামি মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদকে গ্রেফতার করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্রটি জানিয়েছে, আজ মঙ্গলবার (৭ এপ্রিল) ভোরের দিকে তাকে মিরপুর সাড়ে এগারো এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
ক্যাপ্টেন (অব.) আবদুল মাজেদকে কিছুক্ষণের মধ্যেই আদালতে তোলা হচ্ছে। সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় আদালতের মাধ্যমে তাকে কারাগার পাঠানো হবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে নৃশংসভাবে হত্যায় দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০১০ সালের জানুয়ারি মাসে আপিল বিভাগের রায়ে ১২ খুনির ফাঁসির আদেশ বহাল থাকে। তার কিছুদিনের মধ্যেই পাঁচ জনের ফাঁসির রায় কার্যকর হয়। বাকি ছয় খুনির মধ্যে ক্যাপ্টেন আবদুল মাজেদ একজন। তিনি দীর্ঘদিন কেনিয়ায় পলাতক ছিলেন বলে জানা যাচ্ছিল।
Leave a Reply