নিজেস্ব প্রতিবেদক:- রাজশাহী জেলায় প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত ইউসুফ আলী উপজেলার জিউপাড়া ইউনিয়নের ঝলমলিয়া বগুড়া পাড়ার গ্রামের মৃত হায়দার আলীর ছেলে। করোনায় আক্রান্ত ইউসুফ আলীর খবর মসজিদে মাইকে ঘোষণা দেয়ায় পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আক্রান্তের বাড়িসহ কয়েকটি বাড়ি লকডাউন করেছে প্রশাসন। রোববার সন্ধায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা অফিসার নাজমা আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঔই ব্যক্তি ঢাকা থেকে বাড়ি এসে আতœগোপন করে। এরপর তার শরিরে করোনা রোগের উপসর্গ দেখা দিলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিম গত ৯ এপ্রিল তারিখে তার নমুনা সংগ্রহ করে রামেক হাসপাতালে পরীক্ষার জন্য পাঠায়। এর পর সে হোম কোয়ারেন্টিতে ছিল। রবিবার তার রির্পোট পজেটিভ আসে। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) রুমানা আফরোজ জানান, আক্রান্ত রোগি এখন নিজ বাড়িতে আছেন। আজ রাতেই তার স্বাস্থ্য সুর ক্ষার জন্য তাকে রামেক হাসপাতালের আইসোলেশসে পাঠানো হবে।
Leave a Reply