স্টাফ রিপোর্টারঃ- করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন “হাসনা ফাউন্ডেশন” বাংলাদেশ।
আজ রবিবার (২৬ এপ্রিল) রাজধানীর কমলাপুরে ৫০ টি পরিবার, রংপুরর নিলফামারীতে ৫০ টি পরিবার ও ভোলার বোরহানউদ্দিনে ২০০ টি পরিবারের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার সামগ্রী মধ্যে রয়েছে, মুড়ি, ছোলাবুট,নুডলস, চিনি, খেজুর, চিড়া, আলু, ট্যাং।
বিতরণকালে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রহিম হাওলাদার (রাজু) বলেন, করোনা সংকটের এই মুহুর্তে প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী অসহায়, কর্মহীন মানুষের পাশে এসে দাঁড়াতে হবে। আমাদের সংগঠনের সদস্যরা সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়াচ্ছে। আজকে আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক প্রবাসী সাংবাদিক “সুস্মিতা সুমির”প্রচেষ্ঠায় আমরা এই ইফতার সামগ্রী বিতরণ করতে পেরেছি। এর আগেও আমরা রাজধানীতে পরিবহন শ্রমিকদের মধ্যে খাদ্য সামগ্রীর বিতরণ ও করোনা প্রতিরোধক বিতরণ করেছি।
তিনি আরও বলেন, ‘এসো পাশে দাঁড়াই মানবতার বন্ধনে ‘ এই স্লোগান নিয়ে কাজ করে যাচ্ছে সামাজিক সংগঠন “হাসনা ফাউন্ডেশন” বাংলাদেশ।
Reading your article has greatly helped me, and I agree with you. But I still have some questions. Can you help me? I will pay attention to your answer. thank you.
Your article helped me a lot, is there any more related content? Thanks! https://accounts.binance.com/sk/register-person?ref=T7KCZASX