নিজস্ব সংবাদদাতাঃ রাজশাহীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৮০ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
রোববার সকাল ৭টা ৪০ মিনিটে রাজশাহী সংক্রমক ব্যাধি হাসপাতালে (আইডি) আইসোলেশনে চিকিৎসাধীন তিনি মারা যান। মৃত বৃদ্ধের নাম আবদুস সোবহান।
তার বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার গাওপাড়া গ্রামে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস।
তিনি বলেন, গত ২০ এপ্রিল আবদুস সোবহানের নমুনায় করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। তবে এর আগে তিনি রামেক হাসপাতালে চারদিন চিকিৎসাধীন ছিলেন।
পরবর্তী সময় তাকে আইডি হাসপাতালের করোনা ওয়ার্ডে স্থানান্তর করা হয়। পরে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।
আবদুস সোবহান রামেক হাসপাতালে চিকিৎসাধীন থাকার কারণে সেখানকার চিকিৎসক, নার্স এবং কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ কারণে ২১ এপ্রিল হাসপাতালের ২১ চিকিৎসক ও ১২ নার্সসহ মোট ৪২ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়।
তবে গত বুধ ও বৃহস্পতিবার তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। এতে কারও করোনা শনাক্ত হয়নি।
এ ছাড়া বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং স্থানীয় একটি ক্লিনিকেও চিকিৎসা নেন আবদুস সোবহান। ওই দুই প্রতিষ্ঠানের ৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। তাদেরও পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে।
বাঘা উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান বলেন, ওই বৃদ্ধ ফেরি করে বাঁশের তৈরি বিভিন্ন সামগ্রী বিক্রি করতেন। এ বয়সেও তিনি কাজ করতেন। হাসপাতালে ভর্তি হওয়ার আগেও তিনি আশপাশের গ্রামে গিয়ে তার তৈরি সামগ্রী বিক্রি করেছেন। এর পর তিনি অসুস্থ হয়ে পড়েন।
তিনি বলেন, আবদুস সোবহান প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা নেন। এর পর বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। সেখান থেকে গত ১৭ এপ্রিল তাকে রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়।
২০ এপ্রিল এক্স-রে করার পর করোনার লক্ষণ ধরা পড়ে। এর পর তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয় বলে জানান তিনি।
প্রসঙ্গত রাজশাহীতে গত ১২ এপ্রিল প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হয়। এর পর গত ২০ এপ্রিল পর্যন্ত মোট আটজন করোনা আক্রান্ত রোগী পাওয়া যায়। এদের মধ্যে পাঁচজন নারী ও তিনজন পুরুষ।
আক্রান্তদের মধ্যে পুঠিয়া উপজেলায় পাঁচজন, বাগমারায় একজন, মোহনপুর একজন ও বাঘা উপজেলায় একজন। এদের মধ্যে সাতজনই ঢাকা-নারায়ণগঞ্জ ও গাজীপুর থেকে এসেছেন। তারা নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
Leave a Reply