নিজেস্ব প্রতিবেদকঃ রাজশাহীর পুঠিয়ায় মেফতাহুস সুন্নাহ মাদ্রার এতিমদের সারা মাসের ইফতার ও রাতের খাবার দিবেন পুঠিয়া পৌরসভার মেয়র রবিউল ইসলাম রবি। গত ৩য় রামজান থেকে ইফতার ও রাতে খাবার দিয়ে সারা মাসের এ খাদ্য সহাযোগিতা শুরু করেন বলে মাদ্রাসার মুফতি আরিকুর রহমান জানান। পুঠিয়া পৌরসভার চারআনী রাজবাড়ি বাজারের মিফতাহুস সুন্নাহ মাদ্রাসাটি পুঠিয়া পৌরসভার একমাত্র বড় এতিমখানা ও মাদ্রাসা। মাদ্রাসাটিতে এতিম শিশুদের কোরআনের হাফেজি শিক্ষাসহ অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষা দেওয়া হয়। ১৯৭৮ সালে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর থেকে সরকারি না হওয়ায় এলাকার বিত্তশালীদের ও বিভিন্ন সাহয্য সহোযগিতায় শুনামের সহিত পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠানে বর্তমানে ১৮ জন এতিম ও ৭০ জন ছাত্রদের সার্বিক বিষয়ে দেখাশুনা ও লেখাপড়া খরচ বহন করা হয়। এ বিষয়ে পুঠিয়া পৌরসভার মেয়র রবিউল ইসলাম রবি জানান, পবিত্র মাহে রমজান মাস চলছে। রমজানের দ্বিতীয় দিনে আমার এক ছোট ভাই বিষয়টি আমাকে অবহিত করলে আমি সাথে সাথে মাদ্রাসার কর্তৃপক্ষের সাথে কথা বলি। পরে এতিমদের পাশে থাকার সিদ্ধান্ত নিলাম। রমজানের সারা মাসের ইফতার ও রাতের খাবার সরবরাহ করছি।
Leave a Reply