নিজেস্ব প্রতিবেদকঃ সারা বাংলাদেশে প্রায় শতাধিক পুলিশের মরন ব্যাধি করোনা ভাইরাসে শনাক্ত হবার পরেও। কোন রকম ভয়ে ভিত না হয়ে জীবন বাজি রেখে গরীব দুঃখী মানুষের কল্যানে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন পুলিশ সদস্য রাকিবুল ইসলাম( রকেল)।
রাতের অন্ধকারে অসহায় মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে সরকারীসহ নিজেস্ব ত্রান তুলে দিচ্ছেন মানুষের হাতে এবং দিয়ে আসছেন নিজের ব্যাক্তিগত মোবাইল নম্বর।
এই দুঃসাহসী কাজের জন্য প্রশংসিত হয়েছেন প্রাশাসন মহলে। এবিষয়ে জানতে চাইলে রাকিবুল বলেন, মানুষের সেবা করবো বলেই তো পুলিশে হয়েছি,শপথ নিয়েছি।
আজ জাতির বিপদকালে ঘরে বসে থাকলে তো আল্লাহর কাছে জবাব দিতে পারবোনা। মরতে একদিন হবেই করোনার ভয়ে আমি ভিত নয়। যতক্ষন বেচে আছি মানুষের সেবা করে যাব ইনশাআল্লাহ।
Leave a Reply