নিজেস্ব প্রতিবেদকঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে তরুণ বিএনপি নেতা ইশফা খায়রুল হক শিমুলের অর্থায়নে ও উপজেলা যুবদল আয়োজনে বানেশ্বর ইউনিয়নের শাহবাজপুর হাইস্কুল মাঠে ত্রাণ বিতরণের আয়োজন করা হয়।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ, পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী ইশফা খায়রুল হক শিমুল, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা যুবদলের সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আল মামুন খান, স্থগিতকৃত কমিটির সদস্য সচিব এন্তাজুল হক বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক শামিম আহমেদ, সদস্য মজিদ, নাসির, বেলায়েত, আল আমিন, উপজেলা যুবদলের আহ্বায়ক সানোয়ার হোসেন যাদু, যুগ্ম আহ্বায়ক আবুল বাশার জুয়েল, মাহবুবুর সোহেল, মাহার, পুঠিয়া সদর ইউনিয়ন যুবদলের সভাপতি ফিরোজ, জেলা ছাত্রদলের সহ সভাপতি শামীম সরকার, মহানগর ছাত্রদলের সদস্য ও সিটি কলেজের প্রাক্তন সাধারণ সম্পাদক এমদাদুল হক লিমন।
এসময় পুঠিয়া উপজেলার ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
Leave a Reply