ক্যাসিনোর টাকায় বাড়ি গাড়ি ফ্ল্যাটের মালিক হয়েছেন এসএম রবিউল ইসলাম সোহেল। তিনি ২০১০ সালের ঢাকা মহানগর ছাত্রলীগের উত্তরের সভাপতি ছিলেন।
বর্তমানে স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর কমিটির সভাপতি প্রার্থী। মতিঝিল ক্লাব পাড়ায় ক্যাসিনো থেকে দৈনিক চাঁদাবাজি করে একাধিক ফ্ল্যাট ও ১৪টি গাড়ির মালিক হয়েছেন তিনি। ব্যাংকের অ্যাকাউন্টে আছে কোটি কোটি টাকা।
এদিকে জুয়া খেলতে অবৈধ ক্যাসিনো ব্যবসার সুযোগ করে দেয়ার জন্য প্রতিদিন মোহামেডান ক্লাব থেকে নির্দিষ্ট অঙ্কের টাকা দেয়া হতো পুলিশকে। ক্লাবের দৈনিক আয়-ব্যয়ের হিসাবে বিষয়টি উল্লেখ আছে। এখাতে প্রতিদিন ব্যয় হতো পাঁচ লাখ টাকা।
সারা দেশে মাদক ও ক্যাসিনোর বিরুদ্ধে অভিযান শুরুর পর অনেকের মতো সিঙ্গাপুরে পালিয়েছেন এসএম রবিউল ইসলাম সোহেল। জুয়ার টাকায় রাজধানীর বিভিন্ন এলাকায় তিনটি ফ্ল্যাট কিনেছেন। প্রতিটির দাম ৩ কোটি টাকা। চাঁদাবাজির টাকা বিনিয়োগ করে হাউজিং ব্যবসা খুলেছেন।
Leave a Reply