মোঃ মাইনুদ্দিন:- ভোলার বোরহানউদ্দিনে ২০ মে বুধবার ঘুর্ণিঝড় আম্পানের প্রভাবে ক্ষয়-ক্ষতির বিস্তারিত বিবরণ এখনও পর্যন্ত পাওয়া না গেলেও পৌর বাজারের বইয়ের দোকান ‘বোরহানউদ্দিন পুস্তকালয়’ এর ভাড়া করা গুদাম ঘরের টিনের চালা উড়িয়ে নিয়ে যাওয়ার ক্ষত চোখে পরার মতো।
সরেজমিনে পরিদর্শন করে দেখা যায়, তৃতল ভবনের তৃতীয় তলায় অবস্থিত বেশ বড় এ গুদাম ঘরের টিনের চালার কিছু অংশ ভেঙ্গে ঘরের ভিতরে এবং কিছু অংশ অনেক দূরে মাটিতে পড়ে আছে। ঘরের মেঝেতে শত শত বই ভিজে একাকার হয়ে আছে।
এ পুস্তকালয়ের মালিক এবং বোরহানউদ্দিনের পুরনো বই ব্যাবসায়ি নকিব আল ইসলাম জানান,“গুদামে রক্ষিত সম্পুর্ণ বই নষ্ট হয়ে গেছে যার বাজার মুল্য প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা।এমতাবস্থায় ।সরকারি কোনো সহায়তা ছাড়া পূনরায় এ ব্যাবসা দাড় করানো আমার পক্ষে কঠিন হয়ে যাবে”।
Leave a Reply