সিডনিনিউজ ডেস্কঃ- নভেল করোনাভাইরাস যার রুপান্তরিত নাম কোভিড (১৯), এ ভাইরাসের আতংকে বিশ্ববাসী তার ভিতরে ও থামেনি মাদক কারবারিদের ব্যবসা।
ইয়াবা এবং গাঁজায় দেশের যুবক সন্তানেরা দিনদিন ধ্বংসের পথে চলে যাচ্ছে স্কুল-কলেজের যুবক সন্তানেরা। আর এই মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, মাদকের বিরুদ্ধে অভিযান করিয়া, ইয়াবাসহ আটক করেছে, ভোলা মাদক নিয়ন্ত্রণ অভিযানে।
৩১/০৫/২০২০ তারিখ রাত্র ১১:০৫ ঘটিকায় এস আই (নিঃ) কাজী আল-আমীন ও সংগীয় ফোর্স, জেলা গোয়েন্দা শাখা, ভোলা। বোরহানউদ্দিন থানাধীন কাচিয়া ইউনিয়নের কুঞ্জেরহাট বাজার, ০৭নং ওয়ার্ডে অভিযান করিয়া মাদক ব্যবসায়ী ১। মোঃ রাফসান (২৭), পিতা- মোঃ মোশারফ হোসেন, সাং- চকডোষ, কাচিয়া ইউপি, থানা- বোরহানউদ্দিন, জেলা ভোলাকে ৭৫ (পচাত্তর) পিচ মাদকদ্রব্য ইয়াবাসহ গ্রেফতার করেন। মাদক মামলা হয়েছে।
দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসায়ী (রাফসান) বাহিনীর বেশ কিছু সদস্য দ্বারা এই মাদক চালিয়ে যাচ্ছে রাফসান।
এই মাদক ব্যবসার বিষয়ে এলাকার মানুষ জেনে শুনে চুপ করে থাকতো রাফসান বাহিনীর ভয়ে. আর এই বিষয়ে এই কেউ প্রতিবাদ করতে গেলে নির্যাতনের শিকার হতো রাফসান বাহিনীর হাতে।
সুত্রঃ- https://www.facebook.com/2156135044713300/posts/2639035749756558/
Leave a Reply