নিজেস্ব প্রতিবেদকঃ রাজশাহীর সিনিয়র সাংবাদিক দৈনিক নতুন প্রভাত পত্রিকার সাবেক সম্পাদক মোলাজ্জেম হোসেন সাচ্চুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পুঠিয়া সাংবাদিক সমাজ।
শুক্রবার বিকালে প্রেরিত এক শোক বার্তায় পুঠিয়া সাংবাদিক সমাজের সভাপতি শেখ রেজাউল ইসলাম লিটন, সহ-সভাপতি সাজেদুর রহমান, মেহেদী হাসান, সাধারণ সম্পাদক কে এম রেজা, যুগ্ন-সম্পাদক তারেক মাহামুদ, নির্বাহী সদস্য তরিকুল ইসলাম, এস এম শামসুজ্জোহা খান, মাজাফুজুর রহমান তুহিন, ইউনুস আহমেদ শিশির, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান, দপ্তর সম্পাদক এস এম হাসানুল ইসলাম সেন্টু, কোষাধক্ষ্য মফিকুল ইসলাম ডলার, সদস্য এস এম আব্দুর রহমান, মাজিদুর রহমান মাজদা ও মারসিফুল ইসলাম সুইট মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (০৪ জুন) দুপুর ১টা ২০ মিনিটে রাজশাহী মহানগরীর উপশহরস্থ নিজ বাসভবনে দৈনিক নতুন প্রভাত পত্রিকার সাবেক সম্পাদক মোলাজ্জেম হোসেন সাচ্চু হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। জন্ম সূত্রে মোলাজ্জেম হোসেন সাচ্চু ঢাকায় জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় হতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ হতে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন।
কর্মজীবন শুরু করেন ইংরেজি পত্রিকা মর্নিং নিউজ-এ যোগদানের মাধ্যমে। এরপর বর্ণাঢ্য কর্মময় জীবনে তিনি দৈনিক বার্তা, দৈনিক সোনালী সংবাদ পত্রিকার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সর্বশেষ দৈনিক নতুন প্রভাত পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
আর এ কর্মজীবনে রাজশাহীতে এসে তিনি স্থায়ীভাবে বসবাস শুরু করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান-ন্ততিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
Leave a Reply