কুমিল্লা সংবাদদাতাঃ বিশিষ্ট আলেমে দ্বীন নবিয়াবাদ দাখিল মাদরাসার শিক্ষক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা জেলার চান্দিনা পৌরসভার অফিস সম্পাদক মাওলানা মোঃ জাকির হোসাইন আখন্দ (৫৫) আজ ১৬ জুন সকাল-৮.৩০ ঘটিকার সময় চান্দিনা পৌর এলাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তিনি ৩ মেয়ে ও স্ত্রীসহ অসংখ্যগুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের নামাজে জানাজা আজ বিকাল-৪ ঘটিকার সময় চান্দিনা উপজেলায় মরহুমের নিজ গ্রাম শুহিলপুরে অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সকলের নিকট দোয়া কামনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও কুমিল্লা উত্তর জেলা আমীর অধ্যাপক মাওলানা আলী আশরাফ খান ও জেলা সেক্রেটারী অধ্যাপক মোঃ আব্দুল মতিন, চান্দিনা পৌর আমীর অধ্যাপক মোঃ আনোয়ার হোসাইন ও সেক্রেটারী মাওলানা মোঃ আবুল হাশেম প্রমুখ।
Leave a Reply