বিশেষ প্রতিনিধি॥ ভোলা সদর উপজেলার রাজাপুরে ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক শিল্প ও বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এমপির সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাসহ বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসের আক্রমন থেকে মুক্তি পেতে ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোঃ নাসিম, ধর্মমন্ত্রী শেখ আবদুল্লাহ, সাবেক সিটি মেয়র বদরুউদ্দিন আহমেদ কামরান সহ করোনা ভাইরাসে আক্রন্ত হয়ে যারা বিগত দিনে ইন্তেকাল করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনার্থে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে রাজাপুর ইউনিয়নের মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসার মসজিদে এ দোয়া মোনাজাতের আয়োজন করেন, ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান খান। দেয়া মুনাজাত অনুষ্ঠানে রাজাপুর ইউনিয়নের সকল মসজিদের ইমাম, কাওমী ও হাফেজী মাদ্রাসার প্রধানগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান আতিথির বক্তব্যে চেয়ারম্যান মিজানুর রহমান খান বলেন, বর্তমান করোনা দূর্যোগ মুহুর্তে আমারা একে অপরকে সহযোগীতা করতে হবে। ধৈর্যের সাথে আমারা এ মহামাড়িকে মোকাবেলা করতে হবে। তিনি আরো বলেন, সামাজিক দূরত্ব বাজায় রেখে এবং মুখে মাক্স পরিধান করে আমরা ইউনিয়নবাসী শতর্ক ভাবে চলাফেরা করতে হবে। সর্বপরি আমারা সকলে পাচঁওয়াক্ত নামাজ আদায় করে মহান আল্লাহর দরবারে এ রোগ মুক্তির জন্য দেয়া করতে হবে।
Leave a Reply