নিজেস্ব প্রতিবেদকঃরাজশাহীর পুঠিয়ায় পল্লী বিদ্যুৎ অফিসের মাত্রারিক্ত, মনগড়া বিল দেওয়ার অভিযোগ উঠেছে। এলাকার একাধিক বিদ্যুৎ গ্রাহকদের অভিযোগ, দেশে লকডাউন ঘোনাণার পর হতে গত তিন মাস ধরে বিদ্যুৎ অফিস, ইচ্ছা মতো বিল তৈরি করে গ্রাহকদের কাছে পৌঁছে দিচ্ছে। জানাগেছে, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর পুঠিয়া জোনাল অফিসে গ্রাহক সংখ্যা রয়েছে ৬৩ হাজার।
করোনাভাইরাসের কারণে গত মার্চ মাস হতে দেশে লকডাউন ঘোষণা হয়ে ছিল। বর্তমানে সীমিত পরিসরে সকাল দশটা হতে বিকাল চারটা পর্যন্ত দেশের সকল কার্যক্রম চালু রয়েছে।
একাধিক গ্রাহকদের অভিযোগ, মার্চ এপ্রিল মে তিন মাসের বিল ধারা বাহিক মাত্রারিক্ত টাকার ভুতুরে বিল গ্রাহকদের কাছে এসেছে। কোনো ব্যক্তি সরাসরি পুঠিয়া জোনাল অফিসে এসে অভিযোগ জানালে।
তখন অফিস কর্তৃপক্ষ বলছে, করোনার কারণে দুই/তিনটি বিল কর্মচারীদের ঘরে বসে করতে হয়ে ছিল। আগামী মাসের বিলের সঙ্গে সমন্বয়ে করে দেয়া হবে। কিন্তু গত ২৯ জুন বারইপাড়া গ্রামের জহুরুল ইসলাম পলান নামের এক গ্রাহক পুঠিয়া জোনাল অফিসে গিয়ে বিল সমন্বয়ে কথা,ডেপুটি জোনাল ম্যানেজার কাছে জানালে, তিনি সরাসরি বিল সমন্বয়ে হবে না বলে জানিয়ে দিয়েছেন।
গ্রাহকদের অভিযোগ,ইচ্ছা মতো বিল তৈরি করে গ্রাহকদের টাকা হাতিয়ে নিচ্ছে। করোনাভাইরাসের কারণে সাধারণ খেটে খাওয়া মানুষদের আয়রোজগার নেই। তারপর অফিসের অনিয়মের জন্য বর্তমানে গ্রাহকদের বেশি বিল দিতে হচ্ছে। এ ব্যাপারে পুঠিয়া ডেপুটি জোনাল ম্যানেজার ইয়াকুব আলি শেখ বলেন, লকডাউনের কারণে, গ্রাহকরা বেশি বিদ্যুৎ ব্যবহার করেছে। তাই বিদ্যুৎ বিল বেশি হচ্ছে। এখানে আমাদের কিছু করার নেই।
Leave a Reply