নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর পুঠিয়ায় ঐচ্ছিক তহবিল হতে অনুদান প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টার সময় উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষেঐচ্ছিক তহবিল হতে অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুঠিয়া-দুর্গাপুর রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ডা. মনসুর রহমান। পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পুঠিয়া মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আ’লীগ নেতা গোলাম ফারুক, এ্যাডঃ জমসেদ আলী, পুঠিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান আশরাফ খান ঝন্টু, বানেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান গাজী সুলতান, বেলপুকুর ইউনিয়নের চেয়ারম্যান বদিউজ্জামান বদি, উপজেলা কৃষি অফিসার শামসুন নাহার, জেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুবিধাভোগীরা।
অনুষ্ঠানে নন-এমপিও ভুক্ত উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের মাঝে অনুদানের চেক প্রদান করা হয়। পরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক পারিবারিক কৃষির আওতায় সবজি-পুষ্টি বাগান স্থাপনের লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ, চারা, সার ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়।
Leave a Reply