নিজেস্ব প্রতিবেদকঃরাজশাহীর পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিণী করোনায় আক্রান্ত হয়েছেন। উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিণী ডাক্তার নিশাত জামান (২৬) কে নিয়ে উপজেলায় করোনায় আক্রন্তের সংখ্যা দাড়িয়েছে ৩৩ জন। গতকাল সোমাবার ২০ জুলাই রাত্রিতে রামেক হাসপাতাল থেকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার রিপোর্ট পজেটিভ জানানো হয়। বিষয়টি নিশ্চিত করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার নাজমা আক্তার জানান, গত ১৩ উপজেলা নির্বাহী অফিসার ও তার সহধর্মিণী ডাক্তার নিশাত জামান স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। পরে তাদের নমুনা রামেক হাসপাতালে ভাইরোলজি বিভাগে পাঠনো হয়। গতকাল ২০ জুলাই সোমবার তাদের রিপোর্ট পজেটিভ আসে। বর্তমানে তিনি বাড়িতেই আইসোলেশনে থাকবেন। সেখানেই তাদের চিকিৎসার সুব্যবস্থা করা হবে। এবিষয়ে বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জামান বলেন, আমি ও আমার সহধর্মিণী এক সাথে নমুনা দিয়েছি। তার রিপোর্ট পজেটিভ এসেছে। যেহেতু আমরা সবাই এক সাথে ছিলাম এ কারণে আমি আমার ছেলে ও বাড়ি সকল কর্মচারিদের নমুনা আবার পরীক্ষার জন্য দিবো। এছাড়াও তিনি তার স্ত্রীর সুস্থ্যতার জন্য সকালের কাছে দোয়া চেয়েছেন।
I agree with your point of view, your article has given me a lot of help and benefited me a lot. Thanks. Hope you continue to write such excellent articles.