গ্রামের দরিদ্র পরিবারকে কৃষি কাজে সাবলম্বী গড়ে তোলার লক্ষ্যে ভোলায় সবজি বীজ ও ফলের চারা বিতরণ করা হয়েছে।
রোববার সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের দুই হাজার পরিবারের মাঝে এসব চারা ও বীজ বিতরণ করা হয়।
পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের প্রসপারটি প্রকল্পের আতওতায় গ্রামীণ জনউন্নয়ন সংস্থা এসব চারা বিতরণ করে।
ভেলুময়িা ইউনিয়নের চন্দ্রপ্রসাদ ইসলামিয়া আলিম মাদ্রসা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হরলাল মধু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রামীণ জনউন্নয়ন সংস্থার পরিচালক জাকির হোসেন।
অন্যদের মধ্যে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রিয়াজ উদ্দিন, ভেলমুয়িা ইউপি চেয়ারম্যান আ. সালাম মাস্টার, প্রকল্প সমন্বয়কারী আবু বকর, প্রিন্সিপাল অফিসার হালিমা পারভিন, পুষ্টিবিদ বাবুল আক্তারসহ সংস্থার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় প্রতিটি পরিবারকে ৫টি করে ফলের চারা দেয়ার পাশাপাশি ৬ ধরনের সবজির বীজ দেয়া হয়।
Leave a Reply