চার মাস আগে বিয়ের কথা ছিল গায়িকা জাকিয়া সুলতানা কর্নিয়ার। সবকিছু ঠিকঠাকও ছিল। হঠাৎ করেই আসে করোনা মহামারি। তবে শেষ পর্যন্ত করোনাকে পরোয়া করেননি দুই শিল্পী। গতকাল সোমবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় কর্নিয়াদের বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। আজ মঙ্গলবার সন্ধ্যায় প্রথম আলোকে বিয়ের সেই আয়োজনের বিস্তারিত জানান কর্নিয়া।
কত বছরের প্রেম? জানতে চাইলে কর্নিয়া বলেন, ‘প্রেম বললে ভুল হবে। আমরা দুজন দুজনকে পছন্দ করতাম। তিন বছর ধরে আমরা পরস্পরের নিকটবর্তী হয়েছি।’ পছন্দের মানুষকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার অনুভূতি কেমন জানতে চাইলে তিনি বলেন, ‘যাকে পছন্দ করেছি, তাঁকেই জীবনসঙ্গী হিসেবে পেয়েছি—এ যেন সৃষ্টিকর্তার দেওয়া উপহার। যদিও সংসার শুরু করতে পারিনি, শ্বশুরবাড়ি যাওয়া হয়নি। তবে লকডাউন শেষ হলেই আমাদের সংসার শুরু হবে।’
Leave a Reply