নিজস্ব প্রতিবেদকঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পক্ষে মহান এ নেতার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাজশাহী মহানগর সহ দেশের সর্বস্তরের জনগন।
আজ (১৫ আগস্ট) সকাল সাড়ে ৫টার দিকে দেশের ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে দেশের জেলা উপজেলা গুলোতেও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
জাতির পিতার প্রতিকৃতির পুষ্পাঞ্জলি অর্পণের পর এই মহান নেতার প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবে সেখানে ১ মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন। রাজশাহীর পুঠিয়া ও দুর্গাপুর উপজেলায় এবং পুঠিয়ার বানেশ্বর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত ও শান্তি কামনা করে এ সময় বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুঠিয়া -দুর্গাপুরের প্রানপ্রিয় নেতা সাংসদ মনসুর রহমান, বীর মুক্তি যোদ্ধা নজরূল ইসলাম,তোফাজ্জল হোসেন পৌর চিয়ারম্যান বানেছা বেগম, পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জিএম হীরা বাচ্চু,পৌর চেয়ারম্যান রবিউল ইসলাম রবি,৭ নং ওয়ার্ডের মুক্তাদিরু শাহ বুলেট, তৌফিক হাসান পরাগসহ নেতা কর্মীরা।
Leave a Reply