” জাতীয় শোক দিবসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, মুক্তির মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি”
অদ্য ১৫ আগস্ট ২০২০ তারিখ জাতীয় শোক দিবস। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, মুক্তির মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে সকাল ০৬:৩০ এ স্বাস্থ্যবিধি মেনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত ‘জয় বাংলা চত্বরে’ বঙ্গবন্ধুর ম্যুরালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।
পরবর্তীতে অন্যান্য সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ জাগ্রত জাতিসত্তায় পুষ্পস্তবক অর্পণ করেন।
পরবর্তীতে মান্যবর জেলা প্রশাসক মহোদয় সকাল ০৭:৩০ এ জেলা মুক্তিযোদ্ধা সংসদে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। পরবর্তীতে সকল সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও শিক্ষা প্রতিষ্ঠান উক্ত ম্যুরালে স্বাস্থ্যবিধি মেনে পুষ্পস্তবক অর্পণ করেন।
Leave a Reply