এস.এম.জামাল উদ্দিন শামীম : ময়মনসিংহের ত্রিশাল পৌরসভায় বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়েছে। ১৫ আগস্ট শনিবার ভোর থেকেই ত্রিশাল পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম আনিছুজ্বামান আনিছের উদ্যোগে কালো ব্যাচ ধারণ, জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে পৌর হলরুমে ১৯৭৫সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারের যারা নিহত হয়েছে তাদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মিলাত মাহফিল ও শোক দিবসের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
পৌরসভার প্যানেল মেয়র আজাহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, পৌর মেয়র আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ। এসময় বক্তব্য রাখেন,৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ আল ফুয়াত তরফদার, প্যানেল মেয়র ২ মেহেদী হাসান নাছিম, পৌর সচিব নজরুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, উপজেলা জাতীয় শ্রমিকলীগ সভাপতি সুয়েল মাহমুদ সুমন, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সুমন, ত্রিশাল রিপোর্টার্স ক্লাবেরভ সভাপতি কামাল হোসেন, উপজেলা জননেত্রী সৈনিকলীগের সভাপতি কামরুজ্জামান আরিফ, উপজেলা ছাত্রলীগ নেতা আমির হোসেন, ছাত্রলীগ নেতা ছাব্বির আহমেদ ছানি, উপজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি এনামুল হক খান প্রমুখ। অনুষ্ঠান শেষে উপজেলার ১২টি ইউনিয়নে ফলজ, বনজ ও ঔষধি গাছের চাড়া বিতরণ করা হয়।
Leave a Reply