মুক্তিযুদ্ধ দেখিনি; তোমাকে দেখেছি
ভাষা আন্দোলন দেখিনি
তোমার মুখে বর্ণনা শুনেছি।
হিমালয়ের উচ্চতা দেখিনি,
তোমার চোখে দেশপ্রেম দেখেছি।
আকাশ দেখিনি,
তোমার মনের উদারতা দেখেছি।
সমুদ্রের গভীরতা দেখিনি,
তোমার মনের বিশালতা দেখেছি।
বহমান নদীর স্থিরতা দেখিনি,
দেখেছি
মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে-
কেমন করে শান্ত থাকতে হয়।
তেজোদ্দীপ্ত সূর্য দেখিনি পিতা
তোমার চোখে-
ক্রোধের অনল দেখেছি।
দেখেছি
অনুভূতির জলরঙে মিশে আছো তুমি
আর মিশে আছে তোমার সত্তা।।
© ahona nasrin
Leave a Reply