পেটুক নারী, তুই আর কত খাবি!
জন্মের পর পরিবারের অবহেলা খাবি
কৈশোরে তোর মায়ের বকুনি খাবি
যৌবনে বাবার শাসন খাবি।
বিয়ের সময় কাড়ি কাড়ি যৌতুক খাবি
চলতে ফিরতে শ্বশুর-শাশুড়ির গঞ্জনা খাবি
প্রিয় ননদীনির ফোঁটানি খাবি
মাঝেমধ্যে দুষ্ট দেবরের টিপ্পনি খাবি
স্বস্নেহে ভাসুরের ধমক খাবি
আর ভালোবেসে স্বামীর লাথি খাবি।
যৌতুকের জন্য এসিড খাবি, স্বামীর ধমক খাবি
আর না দিতে পারলে বিষ খাবি,
নারী তুই তোর ঘরে পঁচা খাবি, বাসী খাবি,
মাঝে মাঝে উপোস খাবি
আর এসবে প্রতিবাদ করলে তালাক খাবি।
নারী তুই বিধবা হলে নিরামিষ খাবি
ভাইয়ের সংসারে ঝি খাটবি
শাশুড়ি হলে পুত্রবধুর উষ্টা খাবি
ঘরে ঠাঁই না পেলে ইদুর মারার ঔষধ খাবি
নারী যা পাবি, তুই তাই খাবি
এক পৃথিবী আবর্জনা খাবি।
পেটুক নারী তুই আর কত খাবি!
Leave a Reply