এদিকে, করোনার ধাক্কায় ব্রাজিলের খনিশিল্প ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। লৌহ আকরিকের উত্তোলন কমায় এদিক দিয়ে লাভবান হয়েছে অস্ট্রেলিয়া। খনিশিল্পে লগ্নিও বেড়েছে। চীনের কাছে শুধু লৌহ আকরিক বিক্রি করে অস্ট্রেলিয়ার বাণিজ্য উদ্বৃত্ত খাতে ৯৫,২৬৬ কোটি টাকা ঢুকেছে।
৩০ বছর পর ফের মন্দার মুখ দেখল অস্ট্রেলিয়া। মহামারী করোনাভাইরাসের কারণে গত জুন মাসে অস্ট্রেলিয়ায় অর্থনীতির বহর ৭% কমেছে। ১৯৫৯ সাল থেকে দেশের আর্থিক বৃদ্ধির রেকর্ড রাখা শুরু করেছিল অস্ট্রেলিয়া, তারপর থেকে এই প্রথম অর্থনীতিতে এতবড় সঙ্কোচন লক্ষ্য করা গেল।
এদিকে, করোনার ধাক্কায় ব্রাজিলের খনিশিল্প ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। লৌহ আকরিকের উত্তোলন কমায় এদিক দিয়ে লাভবান হয়েছে অস্ট্রেলিয়া। খনিশিল্পে লগ্নিও বেড়েছে। চীনের কাছে শুধু লৌহ আকরিক বিক্রি করে অস্ট্রেলিয়ার বাণিজ্য উদ্বৃত্ত খাতে ৯৫,২৬৬ কোটি টাকা ঢুকেছে।
Leave a Reply