আসসালামু আলাইকুম, প্রথমেই রেডিও তেহরানের বাংলা বিভাগের সকল শ্রোতা ও কলাকুশলীদেরকে আমি আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি রেডিও তেহরান বাংলা বিভাগের একজন নিয়মিত শ্রোতা।
রেডিও তেহরানের অনুষ্ঠানের মাধ্যমে ইসলামী প্রজাতন্ত্র ইরান সম্পর্কে আমি অনেক তথ্য জেনেছি। যা এর আগে অন্য কোনো মাধ্যমে আমার পক্ষে জানা সম্ভব হয়নি। আমি এর আগে আমাদের দেশের এফএম রেডিওর নিয়মিত শ্রোতা ছিলাম। কিন্তু রেডিও তেহরানের অনুষ্ঠান শুনে মুগ্ধ হয়েছি, আমি রেডিও তেহরানের প্রেমে পড়ে গেছি। প্রায় এক বছর ধরে আমি রেডিও তেহরানের একজন নিয়মিত শ্রোতা।
চলমান করোনা ভাইরাস নামক মহামারীর মধ্যেও আমাদেরকে নিয়মিত সুন্দর সুন্দর অনুষ্ঠান উপহার দেয়ার জন্য আমি রেডিও তেহরানের সকল কর্মকর্তা ও কর্মচারীদের জন্য মহান আল্লাহর কাছে সুস্থতা কামনা করছি। একই সাথে রেডিও তেহরান থেকে আরো গুরুত্বপূর্ণ ও সুন্দর সুন্দর ইসলামী অনুষ্ঠান প্রত্যাশা করছি।
রেডিও তেহরানের সাপ্তাহিক ‘পারস্যের প্রতিভা বিশ্বের গর্ব’ ও ‘ইরান ভ্রমণ’ অনুষ্ঠান দু’টি আপনার অত্যন্ত প্রিয় অনুষ্ঠান। এই অনুষ্ঠান দুটির মাধ্যমে ইরানের নানা প্রতিভাবান দার্শনিক, কবি, সুফি, আউলিয়ার জীবন ও কর্ম সম্পর্কে যেমন জানতে পারি ঠিক তেমনই ইরানের নানা প্রদেশের চমৎকার সব ঐতিহ্য ও নিদর্শনের বর্ণনা শুনেও মুগ্ধ হই। রেডিও তেহরান শুনলে আমার অন্তরে ইরানের সংস্কৃতি ভেসে আসে।
সবাই ভালো ও সুস্থ থাকুন।
ধন্যবাদান্তে,
মনিরুল ইসলাম ফরাজী
গ্রাম: বড় মানিকা,
পোস্ট: মানিকার হাট,
থানা: বোরহানউদ্দিন
জেলা: ভোলা।
বাংলাদেশ।
Leave a Reply