তোমার মুখ যতনে থাক; অভিমানে থাক
সে মুখের দৃষ্টিনন্দন হাসি
ঠোঁটের কামরাঙা চাহনি
এসব চোখের ভিতরে থাক, হৃৎপিণ্ডে থাক।
যেমন ধরো চোখের কথা বলি-
বলতে- বলতে
নদীর কথা আসে, জলের কথা আসে
নারী ও গোলাপ একাকার; পাশাপাশি হাসে।
তোমার দু’চোখে মেঘ মায়াভরা যে কাজল
কেবল আমার জন্য,
তাইতো আমি আমাকে খুঁজে পাই আঁখি-জল
কিংবা তোমার চোখের সে গভীর-মমতায়।
অভিমান-অভিমানে ভেবেছি অনেক কথা
ভুলে যাবো তোমার কবিতা
তোমার শীতল হাতের ছোঁয়া
দিব্যি হাঁটছো তুমি সে চোখের ও পাতায়-পাতায়।
আকাশ দেখতে চাই আমি; চোখে ভাসে
তোমার চাঁদপানা মুখ
কবিতার খাতায়ও হাসে
ভীষণ তেষ্টায় জল চাই, গ্লাসে তুমি আছো।
তুমি ই বলো কি করে ভুলি আমি?
ভুলে যাবার সকল, চেষ্টা ব্যর্থ আমার
তাইতো পেছন ফিরে দেখি বারে বারে
মন বলে যে তোমার চোখে আমার নদী।।
Leave a Reply