নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় নৌকাডুবির ঘটনায় নদীপথ ও নৌযান চলাচলে নিরাপত্তাব্যবস্থার দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
উদয় যুব সংগঠন ও শিশু ছায়া নামে একটি সামাজিক সংগঠনের উদ্যোগে ও বেসরকারি সংস্থা বারসিকের সহযোগিতায় এ স্মারকলিপি প্রদান করা হয়েছে। এ ছাড়া উপজেলার বিভিন্ন জায়গায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফেস্টুন টানায় ওই সংগঠনগুলো।
মঙ্গলবার সকালে উদয় যুব সংগঠনের সভাপতি মিজানুর রহমান জানান, আমাদের এই সংগঠনটি একটি সামাজিক সংগঠন। সম্প্রতি নৌদুর্ঘটনায় কলমাকান্দায় ১২ জনের মৃত্যু হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে আমরা ওই নৌকাডুবির ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, বালু ও পণ্যবাহী নৌকা চলাচলে নিয়ন্ত্রণ, যাত্রীবাহী নৌকার নিরাপত্তা নিশ্চিতকরণ ও নৌকাঘাটের ব্যবস্থাপনার উন্নয়নের দাবিতে ইউএনও বরাবর একটি স্মারকলিপি দিয়েছি।
এ সময় উপস্থিতি ছিলেন উদয় যুব সংগঠনের সভাপতি মিজানুর রহমান ও শিশু ছায়া সংগঠনের টিম লিডার দিদার আহমেদ, বারসিকের গুঞ্জন রেমা ও খায়রুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, ৯ সেপ্টেম্বর উপজেলার বড়খাপন ইউনিয়নের গুমাই নদীতে যাত্রীবোঝাই একটি নৌকাডুবে ১২ জনের মৃত্যু হয়। বিকালে ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করে নেত্রকোনা আদালতে পাঠানো হয়।
Leave a Reply