সভ্যতার বিকাশ করছি চূর্ণবিচূর্ণ
গোলাম মোস্তফা লিটু
বনগুলো সব হচ্ছে উজাড়
বনখেকোদের হাতে
মিলে বন কর্তা,লোকাল নেতা
প্রশাসন সব,খাচ্ছে এক সাথে।
বনের বৃক্ষগুলো হচ্ছে হাওয়া
দিবস রজনী তে
অসহায় আজ বন্যপ্রাণী
আপন, অভয়াশ্রমে তে।
পরিবেশ আজ বিপর্যস্ত
বন ধ্বংসের জন্য
তার জন্য মানুষ! ই দায়ী
নেই কারন কোন অন্য।
সভ্যতার বিকাশে বন
মহা গুরুত্বপূর্ণ
সে বনকে করছি ধ্বংস লোভে পরে, সভ্যতার বিকাশ করছি চূর্ণবিচূর্ণ।।
Leave a Reply