মোল্লা তানিয়া ইসলাম তমাঃ রাজধানীর তুরাগে ২টি চোরাই রিক্সা সহ সংঘবদ্ধ ৩ চোরকে আটক করেছে তুরাগ থানা পুলিশ । ২৩ সেপ্টেম্বর দিন গত রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তুরাগ থানার এস আই মোঃ রুবেল শেখ সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে, তুরাগের গুলগোলার মোড় এলাকা থেকে ১/ মাহাবুর (২০), ২/ চোরের সরদার মমিনুল ওরফে কাসাই (৪৮), ৩/ আফজাল (৩৫) নামে তিন চোরকে ব্যাটারি চালিত ২টি অটো রিক্সাসহ আটক করে থানায় নিয়ে যায় । থানায় নেওয়ার পর একটি মহল থানা থেকে আটককৃতদের ছাড়িয়ে নিতে জোড় তব্দির চালায় । কিš‘ কোন তব্দিরেই মন গলাতে পারেনি বেরসিক তুরাগ থানা পুলিশের । রাতেই ৩ চোরের বিরুদ্ধে থানায় ১টি মামলা দায়ের করা হয়, যার মামলা নং- ৩৬ । নাম প্রকাশ্যে অনি”ছুক একাধিক রিক্সা চালকগন জানান, এই চক্রটি দীর্ঘদিন যাবত বিভিন্ন নিত্যনতুন কৌশলে রিক্সা চুরি করে আসছিলো । তারা চুরি করে চোরাইকৃত রিক্সা ঢাকা সহ বিভিন্ন এলাকায় বিক্রি করত । এদের দলে প্রায় ২০জনের মত সদস্য রয়েছে, আর এই সকল চোরদের সরদার মমিনুল ওরফে কাসাই । আটককৃত মাহাবুর মমিনুল ওরফে কাসাই এর ছেলে । তাদের গ্রামের বাড়ি রংপুর জেলার, কাউনিয়া থানার, বিশ্বনা গ্রামে এবং আটককৃত আফজাল, দিনাজপুর জেলার, পিরগঞ্জ থানার, ভগিরপাড়া গ্রামের মৃত ওমর আলীর ছেলে । বর্তমানে তারা সকলেই তুরাগের গুলগোলার মোড় এলাকার আমিনুলের গ্যারেজে বসবাস করত ।
Leave a Reply