কক্সবাজার প্রতিনিধি:- কক্সবাজার সদর উপজেলায় বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে পিকনিকের বাস দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
নিহতরা হলেন- মো. মুরাদ (১৮) ও কালা মিয়া (৬০)।ঈদগাহ পুলিশ ফাঁড়ির এসআই শামীম আল মামুন বলেন, নীলাচল পরিবহনের বাসে ৪০ জনের একটি দল নোয়াখালী থেকে কক্সবাজারে পিকনিকে যাচ্ছিল।
বাসটি সকাল ৬টার দিকে ঈদগাহ এলাকায় পৌঁছালে সড়কের পাশে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। বাসের আহত অন্তত ১৫ জন। তাদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Reading your article helped me a lot and I agree with you. But I still have some doubts, can you clarify for me? I’ll keep an eye out for your answers.
I don’t think the title of your enticle matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the enticle. https://www.binance.com/en/register?ref=P9L9FQKY