এস.এম জামাল উদ্দিন শামীম,ময়মনসিংহ : ময়মনসিংহের ত্রিশালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি পূজা মণ্ডবে সরকারী ভাবে ৫০০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
( ১৫) অক্টোবর বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে স্ব স্ব পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এর হাতে তুলে দেওয়া হয় খাদ্য গুদাম থেকে চালের ছাড়পত্র।
উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে এ বছর ত্রিশাল উপজেলায় ৬৮ স্থানে পূজা মন্ডবে প্রতিমা তৈরি কাজ চলছে।চালের ছাড়পত্র বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এসময় আরও উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর আকন্দ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান আনাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলমগীর হোসেন, আওয়ামী লীগ নেতা ফজলে রাব্বী প্রমুখ।
Leave a Reply