ভোলা প্রতিনিধিঃ ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের চর রমেশ ১নং ওয়ার্ডে এক ব্যবসায়ীর ভোগ দখলীয় জমি যবর দখল করতে ভুমিদস্যুদের পায়তাড়ার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানাগেছে, ভেদুরিয়া ইউনিয়নের মৃত মোঃ হাদিছ এর ছেলে নাজিমউদ্দিন গংরা চর রমেশ মৌজার এসএ- ৮০৪ ও ৮০৭ দাগে ক্রয় সূত্রে ৫১ শতাংশ জমির মলিক হয়ে দীর্ঘ ৬০ বছর যাবৎ ঘর-দরজা, পুকুর, বাগান-ব্গাীচা সৃজন ও জমিতে ফসল ফলিয়ে ভোগ দখল করে আসছে। কিছুদিন পুর্বে ওই জমির উপর লোলুপ দৃষ্টি পরে স্থানীয় ভ‚মিদস্যু চক্রের মূল হোতা মৃত সেরাজল হকের ছেলে আবুতাহের ও জামাল হোসেন গংদের। বিগত দিনে উল্লেখিত ভ‚মিদস্যুরা নাজিম গংদের ভোগদখলীয় জমি হতে সমুলে উৎখাত করার জন্য মামলা হামলাসহ বিভিন্ন সড়যন্ত্রের জাল বুনতে থাকে। কোন ভাবেই নাজিম ও তার পরিবারের লোকদের এলাকা ছাড়া করতে না পেরে আবুতাহের গংরা অন্যায় ভাবে ওই জমিতে প্রবেশ করে। এমতাবস্থায় নাজিম গংরা কোন উপায় অন্ত না পেয়ে সার্বিক নিরাপত্তার জন্য গত ১৯-০১-২০২১ তারিখে আদালতে ৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের কারেন। এ মামলাটি মহামান্য বিজ্ঞ আদালত আমলে নিয়ে উল্লেখিত জমির উপর নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু বেপরোয়া ভুমিদস্যুদেরা আদালতের নিষেধাজ্ঞা আমান্য করে ফের নাজিম গংদের জমিটি যবর দখল করার চেষ্টা চালায়। গত ০৭-০২-২০২১ইং তারিখে বিকেলে আবু তাহের, জামাল উদ্দিন, সুমন, নুর মোহাম্মদ মাঝিসহ বহিরাগত ১৫/২০জনের একটি ভাড়াটে সন্ত্রাসী দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে নাজিমউদ্দিনের ভোগ দখলীয় জমিতে জোড়পূর্বক প্রবেশ করে যবর দখলো চেষ্টা চালায়। এসময় নাজিমউদ্দিনের বড় বোন তাসলিমা বেগম বাঁধা প্রদান করলে সন্ত্রসীরা তাকে হত্যার উদ্দেশ্যে এলোপাথারি মারধর করে। সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে তাসলিমার মাথায় গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে তাসলিমার ভাই বাদী হয়ে ভোলা সদর থানায় একটি অভিযোগপত্র দাখিল করে। বর্তমানে উল্লেখিত ভ‚মিদ্যুরা মামলার বাদী পক্ষকে তাদের দায়েরকরা মামলাগুলো তুলে নেয়ার জন্য হুমকী ধামকি অব্যাহত রেখেছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামানা করেন ভেদুরিয়া চর রশেম ১নং ওয়ার্ডের সচেতন মহল। এ ব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করেলে তাদেরকে পাওয়া যায়নি। অন্যদিকে এ ব্যাপারে ভেদুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলাম জানান, নাজিম উদ্দিন গংদের জমির কাগজ পত্র সঠিক আছে। জামাল গংরা শুধু পর্চা দিয়ে এ জমিটি দখলের চেষ্টা চালাচ্ছে। আমি তাদেরকে বলেছি, সঠিক কাগজপত্র নিয়ে আসলে বিষয়টি দেখব।
Very nice post. I just stumbled upon your blog and wanted to say that I’ve really enjoyed browsing your blog posts. In any case I’ll be subscribing to your feed and I hope you write again soon!