নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে হাইকোর্টের নির্দেশ অমান্য করে অবৈধভাবে বালু তুলছেন প্রভাবশালীরা । রাতের অন্ধকারে কোন রকম ইজারা ছাড়াই বালু তুলে রাতারাতি পোঁছে দিচ্ছেন জেলার বিভিন্ন এলাকায়। আর এ জন্যই তৈরী করা হয়েছে পদ্মার বুকে সড়ক।
গত কাল সকাল ১১টায় ঘাটে গিয়ে দেখা গেছে, বাঁশ দিয়ে রাস্তায় বেরিকেট দেওয়া রয়েছে যাতে দিনের বেলায় অন্য কেন যানবাহন ধুকতে না পারে।
তলাইমারি ঘাট এলাকা বাসি বলেন, প্রতিদিন রাত ৮টার পর থেকে সারা রাত প্রায় অর্ধশত ট্রাক বালু পরিচহন করে থাকে। গাড়ির শব্দে তারা ঘুমোতে পারে না। বালু চুরির সেন্টিগ্রেড খুব প্রভাবশালি ওদুর্ধর্ষ হওয়ায় ভয়ে কেহ মুখ খুলতে পারে না।
রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, তালাইমারি এলাকা দিয়ে কোনভাবেই বালু উত্তোলন করতে দেয়া হবে না। তবে রাতের আধারে সেখান দিয়ে কাউ কেই বালু উত্তোলন করতে দেওয়া যাবে না। আর সেখান দিয়ে যে বালু উত্তোলন করা হয় সেটা জানা নেই। তবে সেটি খতিয়ে দেখা হবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply