কিন্তু সব রোমাঞ্চ ভেসে গেল বৃষ্টিতে। দুপুর গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা গড়িয়ে রাত- দীর্ঘ অপেক্ষার পরও বৃষ্টি না থামায় রাত ৯টার পরপরই ত্রিদেশীয় টি ২০ সিরিজের ফাইনাল আনুষ্ঠানিকভাবে পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার।
রিজার্ভ ডে না থাকায় নিয়ম অনুযায়ী দুই ফাইনালিস্ট স্বাগতিক বাংলাদেশ ও আফগানিস্তানকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। খেলা না হওয়ায় দর্শকরা হতাশ হলেও ট্রফি ভাগাভাগির সুবাদে বাংলাদেশের একটি অপেক্ষার অবসান হয়েছে।
দ্বিপাক্ষিক সিরিজের বাইরে আন্তর্জাতিক টি ২০তে এটিই বাংলাদেশের প্রথম শিরোপা। সব সংস্করণ মিলিয়ে দ্বিতীয় এবং দেশের মাটিতে প্রথম। সিরিজসেরা হয়েছেন তরুণ আফগান ওপেনার রাহমানউল্লাহ গুরবাজ।
প্রাথমিকপর্বের শেষ ম্যাচে আফগানদের বিপক্ষে জয়খরা ঘুচিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে ছিল বাংলাদেশ। ফাইনাল পরিত্যক্ত হওয়ায় সাকিবদের তাই হতাশই হওয়ার কথা। খেলেই জিততে চেয়েছিল টাইগাররা। আগামী নভেম্বরে ভারত সফরের আগে আন্তর্জাতিক ক্রিকেটে আপাতত কোনো ব্যস্ততা নেই বাংলাদেশের।
সূত্রঃ যুগান্তর
Leave a Reply