যশোর ব্যুরোঃ- যশোর সরকারি এমএম কলেজ ছাত্রলীগের সহসভাপতি রাশেদ খান। বর্তমানে তিনি কলেজের প্রাক্তন ছাত্র। কলেজের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থীর ব্যবহারিক পরীক্ষায় নম্বর বাড়িয়ে দিতে সুপারিশ করেছিলেন।
৬ মাস পরে জানতে পারেন সেই শিক্ষার্থীকে সি গ্রেড দেয়া হয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে দলবল নিয়ে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগে যান রাশেদ খান। সেখানে মাস্টার্স পার্ট-১ ব্যবহারিক পরীক্ষা চলছিল।
কয়েকশ’ শিক্ষার্থী ও শিক্ষকদের উপস্থিতিতে বিভাগের শিক্ষকদের উদ্দেশে অশ্রাব্য ভাষায় গালাগাল শুরু করেন। তিনি কৈফিয়ত চান কেন সুপারিশ করা ওই শিক্ষার্থীকে কম নম্বর দেয়া হয়েছে। তার দলবলের আচরণে আতঙ্কিত হয়ে পড়ে শিক্ষক ও শিক্ষার্থীরা। এক পর্যায়ে রাশেদ শিক্ষকদের টেবিল চাপড়ে গালাগাল করে। এ ঘটনার পর কলেজের অধ্যক্ষ আবু তালেব মিয়া ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী ও শিক্ষকরা ঘটনাটি নিশ্চিত করেছেন।
Leave a Reply