আকাশ জুড়ে মেঘের ভেলা
বৃষ্টি গেছে ঝরে
তা-ও আছে মেঘ মেঘরা যেন
এখন কেমন করে।
.
নীল নীলিমা নীলের ছোঁয়া
বৃষ্টি ঝিরিঝিরি
রামধনুটা দেয় রাঙিয়ে
নীল আকাশের সিঁড়ি।
.
শেষ বিকালে সবুজ ঘাসে
রাম শালিকের ডাকে
হঠাৎ দেখি বৃষ্টি এলো
ইছামতির বাঁকে।
.
তিলক ঘুঘু রোজ ডেকে যায়
শিউলি ফোটে বনে
শরৎ এলে নীল সাদা মেঘ
স্বপ্ন আঁকে মনে।
Leave a Reply